Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন


সেবার পদ্ধতিঃ

 

 (ক) সুবিধাভোগী কৃষক/ কৃষকগ্রুপ সরাসরি উপজেলার ইউনিট দপ্তরে সেচ সুবিধা গ্রহণের জন্য আবেদন করেন।

(খ) ইউনিট দপ্তর আবেদনটি সরেজমিনে যাচাই করে উপজেলা সেচ কমিটিতে উপস্থাপন করেন।

(গ) উপজেলা সেচ কমিটি সুপারিশে কৃষি কাজে সেচের পানি ব্যবহারের লক্ষ্যে বিএডিসি কর্তৃক স্কীম ম্যানেজারদের দাখিলকৃত স্কীমের ভিত্তিতে ভূ-গর্ভস্থ পানি ব্যবহারের জন্য গভীর নলকূপ, ভূ-পরিস্থ পানি ব্যবহারের জন্য শক্তিচালিত পাম্প ও ভাসমান পাম্প সরবরাহ দেয়া হয়।

(ঘ) উপজেলা সেচ কমিটির সুপারিশের ভিত্তিতে জেলা দপ্তর/প্রকল্প দপ্তর কার্যক্রম বাস্তবায়ন গ্রহণ করেন।

(ঙ) কার্যক্রম বাস্তবায়নের সমস্যা হলে জেলা সেচ কমিটিতে আলোচনা হয় এবং সমস্যা নিরসনে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করেন।

(চ) প্রকল্পের ডিপিপির সংস্থান অনুযায়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান ও আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষরোপন করে পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক ভুমিকা রাখাছে।

(জ) পুরাতন গভীর নলকূপসমূহ গ্রুপ ম্যানেজারদের নিকট থেকে তথ্য সংগ্রহ করে ও আবেদনের প্রেক্ষিতে নলকূপসমূহ বিদ্যুতায়ন, বারিড পাইপ সেচনালা নির্মাণ ও সচলকরণের ব্যবস্থা নেয়া হয়েছে।

(ঝ) ভূপরিস্থ ও ভূগর্ভস্থ পানি ব্যবহারের মাধ্যমে কৃষকের জন্য সেচের সুযোগ সৃষ্টি করা ও জলাবদ্ধতা দূরীকরণে সাহায্য করা বিএডিসি সেচ অফিসের উপর অর্পিত মৌলিক দায়িত্ত্ব । উপজেলা সেচ কমটি’র অনুমোদন স্বাপেক্ষে, স্কীম ম্যনেজার /চাষী ভাই’রা, জামানতের টাকা জমা দিয়ে বিভিন্ন ক্ষমতা সম্পন্ন সেচ যন্ত্র (১, ২, ৫, ১২.৫, ২৫ কিউসেক পর্যন্ত) ভাড়া নিতে পারেন। পাশাপাশি, নির্ধারিত পার্টিসিপেসন ফি আদায় স্বাপেক্ষে বিভিন্ন সেচ অবকাঠামো নির্মাণের আবেদনও এখানে জমা দিতে পারেন। সেচ ব্যবস্থাপনা উন্নয়ন, সেচ সম্প্রসারণ ও সেচ দক্ষতা বৃদ্ধির লক্ষে এখানে আয়োজন করা হয় কৃষক, সেচ যন্ত্রের ডিলার ও মেকানিকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি। সেচ এলাকা বৃদ্ধির জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী প্রকল্প মূল্যায়ন ও দিক নির্দেশনা প্রদানও মাঠ পর্যায়ের কৃষকদের আমরা দিয়ে থাকি।

(ঞ) পানি সম্পদ জরীপ, পানির গুনাগুন পরীক্ষা-পরিবীক্ষণ ও তথ্য সেবা প্রদান বিএডিসি সেচ বিভাগের অন্যতম দায়িত্ব। সেচের পানির গুনাগুন যাঁচাই এর প্রয়োজনে কৃষক বিএডিসি ভবনে এসে সেচের পানিতে বিদ্যমান আর্সেনিক, আয়রন ও অন্যান্য দূষিত উপাদানের পরিমাণ জানতে পারেন।